113. সূরা ফালাক্ব - Surah Al-Falaq মদীনায় অবতীর্ণ - Ayah 5

Quraan Shareef

113. সূরা ফালাক্ব! - Surah Al-Falaq, মদীনায় অবতীর্ণ - Ayah 5

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"


قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ(1,

উচ্চারণঃ কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক

অর্থ : বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি! প্রভাতের পালনকর্তার,


مِنْ شَرِّ مَا خَلَقَۙ(2,)

উচ্চারণঃ মিন শাররি মা-খালাক।

অর্থ : তিনি যা সৃষ্টি করেছেন!, তার অনিষ্ট থেকে,


وَ مِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ(3)

উচ্চারণঃ ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।

অর্থ : অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে!, যখন তা সমাগত হয়,"



وَ مِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِۙ(4)

উচ্চারণঃ ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।

অর্থ : গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনিদের অনিষ্ট থেকে"


وَ مِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ۠(5)

উচ্চারণঃ ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

অর্থ : এবং হিংসুকের অনিষ্ট থেকে ু যখন সে হিংসা করে"।

Quraan Shareef  | privacy policy

Post a Comment

নবীনতর পূর্বতন