82.সূরা আল ইনফিতার - Surah Al-Infitar মক্কায় অবতীর্ণ - Ayah 19

Quraan Shareef

82. সূরা আল ইনফিতার - Surah Al-Infitar! মক্কায় অবতীর্ণ - Ayah 19

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু

اِذَا السَّمَآءُ انْفَطَرَتْۙ(1,)

উচ্চারণঃ ইযাছ ছামাউন ফাতারাত।

অর্থ: যখন আকাশ' বিদীর্ণ হবে!,


وَ اِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ(2,)

উচ্চারণঃ ওয়া ইযাল কাওয়া-কিবুন তাছারাত।

অর্থ: যখন নক্ষত্রসমূহ ঝরে' পড়বে,!


وَ اِذَا الْبِحَارُ فُجِّرَتْۙ(3,)

উচ্চারণঃ ওয়া ইযাল বিহা-রু ফুজ্জিরাত।

অর্থ: যখন সমুদ্রকে উত্তাল' করে তোলা হবে!,


وَ اِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ(4,)

উচ্চারণঃ ওয়া ইযাল কুবূরু বু‘ছিরাত।

অর্থ: এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে!,

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَ اَخَّرَتْؕ(5,)

উচ্চারণঃ আলিমাত নাফছুম মা-কাদ্দামাত ওয়া আখখারাত।

অর্থ: খন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ! করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে!।


یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِۙ(6,)

উচ্চারণঃ ইয়াআইয়ূহাল ইনছা-নুমা-গাররাকা বিরাব্বিকাল কারীম।

অর্থ: ইয়াআইয়ূহাল ইনছা-নুমা-গাররাকা! বিরাব্বিকাল কারীম।

الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَۙ(7,)

উচ্চারণঃ আল্লাযী খালাকাকা ফাছাওওয়া-কা ফা‘আদালাক।

অর্থ: যিনি তোমাকে সৃষ্টি করেছেন1, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।


فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ(8,)

উচ্চারণঃ ফীআইয়ি সূরাতিম মা- শাআ রাক্কাবাক

অর্থ:যিনি তোমাকে তাঁর'' ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।


كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِۙ(9,)

উচ্চারণঃ কাল্লা-বাল তুকাযযিবূনা বিদ্দীন।

অর্থ: কখনও বিভ্রান্ত হয়ো না!; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর!


وَ اِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَۙ(10,)

উচ্চারণঃ ওয়া ইন্না ‘আলাইকুম লাহা-ফিজীন।

অর্থ: অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে!।


كِرَامًا كَاتِبِیْنَۙ(11,)

উচ্চারণঃ কিরা-মান কা-তিবীন।

অর্থ: সম্মানিত আমল লেখকবৃন্দ!।


یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ(,12,)

উচ্চারণঃ ইয়া‘লামূনা মা-তাফ‘আলূন।

অর্থ: তারা জানে যা তোমরা কর।


اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍۚ(13,)

উচ্চারণঃ ইন্নাল আবরা-রা লাফী না‘ঈম।

অর্থ:সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।


وَ اِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍۚۖ(14,)

উচ্চারণঃ ওয়া ইন্নাল ফুজ্জা-রা লাফী জাহীম।

অর্থ: ওয়া ইন্নাল ফুজ্জা-রা লাফী জাহীম।


یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ(15,)

উচ্চারণঃ ইয়াসলাওনাহা-ইয়াওমাদ্দীন।

অর্থ: তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে!।


وَ مَا هُمْ عَنْهَا بِغَآىٕبِیْنَؕ(16,)

উচ্চারণঃ ওয়ামা-হুম ‘আনহা-বিগাইবীন।

অর্থ: তারা সেখান থেকে পৃথক হবে না।


وَ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِۙ(17,)

উচ্চারণঃ ওয়ামাআদরা-কা মা-ইয়াওমুদ্দীন।

অর্থ: আপনি জানেন, বিচার দিবস কি?


ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِؕ(18,)

উচ্চারণঃ ছু ম্মা মাআদরা-কা মা-ইয়াওমুদ্দীন।

অর্থ:অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?


یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْــٴًـاؕ-وَ الْاَمْرُ یَوْمَىٕذٍ لِّلّٰهِ۠(19,)

উচ্চারণঃ ইয়াওমা লা-তামলিকুনাফছুল! লিনাফছিন শাইআওঁ ওয়াল আমরু ইয়াওমাইযিল! লিল্লা-হি।

অর্থ: যেদিন কেউ কারও কোন উপকার! করতে পারবে না ও সেদিন সব কতৃꦣ2468;্ব হবে! আল্লাহর।

Post a Comment

নবীনতর পূর্বতন