86.সূরা আত্ব-তারিক্ব - Surah At-Tariq মক্কায় অবতীর্ণ - Ayah 17

Quraan Shareef

86.সূরা আত্ব-তারিক্ব - Surah At-Tariq মক্কায় অবতীর্ণ - Ayah 17

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু

وَ السَّمَآءِ وَ الطَّارِقِۙ(1,)
উচ্চারণঃ ওয়াছ ছামাই ওয়াততা-রিক।
অর্থ: শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর

وَ مَاۤ اَدْرٰىكَ مَا الطَّارِقُۙ(2,)
উচ্চারণঃ ওয়া মাআদরা-কা মাত্তা-রিক।
অর্থ: আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

النَّجْمُ الثَّاقِبُۙ(3,)
উচ্চারণঃ সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
অর্থ: আন্নাজমুছছা-কিব।

اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَیْهَا حَافِظٌؕ(4,)
উচ্চারণঃ ইন কুল্লুনাফছিল লাম্মা-‘আলাইহা-হা-ফিজ।
অর্থ: প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

فَلْیَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَؕ(5,) 
উচ্চারণঃ ফালইয়ানযুরিল ইনছা-নুমিম্মা খুলিক।
অর্থ: অতএব,! মানুষের দেখা উচিত কি বস্তু থেকে! সে সৃজিত হয়েছে।

خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ(6,)
উচ্চারণঃ খুলিকা মিম্মাইন দা-ফিকি।
অর্থ: সে সৃজিত হয়েছে! সবেগে স্খলিত পানি থেকে।

یَّخْرُ جُ مِنْۢ بَیْنِ الصُّلْبِ وَ التَّرَآىٕبِؕ(7,)
উচ্চারণঃ ইয়াখরুজুমিম বাইনিসসুলবি ওয়াত্তারাইব।
অর্থ: এটা নির্গত হয় মেরুদন্ড! ও বক্ষপাজরেড় মধ্য থেকে'।

اِنَّهٗ عَلٰى رَجْعِهٖ لَقَادِرٌؕ(8,)
উচ্চারণঃ ইন্নাহূ‘আলা-রাজ‘ইহী লাকা-দির।
অর্থ: নিশ্চয় তিনি তাকে ফিরীয়ে নিতে সক্ষম।

یَوْمَ تُبْلَى السَّرَآىٕرُۙ(9,)
উচ্চারণঃ ইয়াওমা তুবলাছ ছারাইর।
অর্থ: যেদিন গোপন' বিষয়াদি পরীক্ষিত হবে!

فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّ لَا نَاصِرٍؕ(10,)
উচ্চারণঃ ফামা-লাহূমিন কুওওয়াতিওঁ ওয়ালা-না-সির।
অর্থ: সেদিন তার কোন শক্তি থাকবে না ও সাহায্যকারীও থাকবে না!।

وَ السَّمَآءِ ذَاتِ الرَّجْعِۙ(11,)
উচ্চারণঃ ওয়াছ ছামাই যা-তির রাজ‘ই।
অর্থ: শপথ চক্রশীল' আকাশের!

وَ الْاَرْضِ ذَاتِ الصَّدْعِۙ(12,)
উচ্চারণঃ ওয়াল আরদিযা-তিসসাদ‘ই।
অর্থ: এবং বিদারনশীল' পৃথিবীর!

اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ(13,)
উচ্চারণঃ ইন্নাহূলাকাওলুন ফাসল।
অর্থ: নিশ্চয় কোরআন! সত্য-মিথ্যার ফয়সালা।

وَّ مَا هُوَ بِالْهَزْلِؕ(14,)
উচ্চারণঃ ওয়ামা-হুওয়া বিল হাঝলি।
অর্থ: এবং এটা' উপহাস নয়।"

اِنَّهُمْ یَكِیْدُوْنَ كَیْدًاۙ(15,)
উচ্চারণঃ ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ।
অর্থ: তারা ভীষণ চক্রান্ত করে,!

وَّ اَكِیْدُ كَیْدًاۚۖ(16)
উচ্চারণঃ ওয়া আকীদুকাইদা।
অর্থ: আর আমিও কৌশল করি!।

فَمَهِّلِ الْكٰفِرِیْنَ اَمْهِلْهُمْ رُوَیْدًا۠(17,) 

উচ্চারণঃ ফামাহহিলিল কা-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা-।

অর্থ: অতএব, কাফেরদেরকে' অবকাশ দিন!, তাদেরকে অবকাশ দিন,, কিছু দিনের জন্যে।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন