105.সূরা ফীল - Surah Al-Fil মক্কায় অবতীর্ণ - Ayah 5

Quraan Shareef

105.সূরা ফীল - Surah Al-Fil! মক্কায় অবতীর্ণ - Ayah 5

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِیْلِؕ(1,)

উচ্চারণঃ আলাম তারা কাইফা ফা‘আলা' রাব্বুকা বিআসহা-বিল ফীল!।

অর্থ: আপনি কি দেখেননি! আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?!


اَلَمْ یَجْعَلْ كَیْدَهُمْ فِیْ تَضْلِیْلٍۙ(2,)

উচ্চারণঃ আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল

অর্থ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?



وَّ اَرْسَلَ عَلَیْهِمْ طَیْرًا اَبَابِیْلَۙ(3,)

উচ্চারণঃ ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।

অর্থ: তিনি তাদের উপর প্রেরণ করেছেন! ঝাঁকে ঝাঁকে পাখী!,



تَرْمِیْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّیْلٍﭪ(4,)

উচ্চারণঃতারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।

অর্থ: যারা তাদের উপর পাথরের' কংকর নিক্ষেপ করছিল!।



فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ۠(5,)

উচ্চারণঃ ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।

অর্থ অতঃপর তিনি তাদেরকে' ভক্ষিত তৃণসদৃশ করে দেন!।

Quraan Shareef  | privacy policy

Post a Comment

নবীনতর পূর্বতন