104.সূরা হুমাযাহ - Surah Al-Humaza মক্কায় অবতীর্ণ - Ayah 9

Quraan Shareef

104.সূরা হুমাযাহ - Surah Al-Humaza! মক্কায় অবতীর্ণ - Ayah 9

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ﹰۙ (1,)

উচ্চারণঃ ওয়াইলুলিলকুল্লি হুমাঝাতিল লুমাঝাহ।

অর্থ: প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,


الَّذِیْ جَمَعَ مَالًا وَّ عَدَّدَهٗۙ(2,)

উচ্চারণঃ আল্লাযী জামা‘আ মা-লাওঁ‘ওয়া ‘আদ্দাদাহ।

অর্থ: যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে


یَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗۚ(3,)

উচ্চারণঃ ইয়াহছাবুআন্না মা-লাহূআখলাদাহ।

অর্থ: সে মনে করে যে!, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!


كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِ٘ۖ(4,)

উচ্চারণঃ কাল্লা-লাইউমবাযান্না ফিল হুতামাহ।

অর্থ: কখনও না! সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।


وَ مَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُؕ(5,)

উচ্চারণঃ ওয়ামাআদরা-কা মাল হুতামাহ।

অর্থ: আপনি কি জানেন, পিষ্টকারী কি?


نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُۙ(6,)

উচ্চারণঃ না-রুল্লা-হিল মূকাদাহ

অর্থ: এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,


الَّتِیْ تَطَّلِعُ عَلَى الْاَفْـٕدَةِؕ(7,)

উচ্চারণঃ আল্লাতী তাত্তালি‘উ আলাল আফইদাহ।

অর্থ: যা হৃদয় পর্যন্ত পৌছবে।


اِنَّهَا عَلَیْهِمْ مُّؤْصَدَةٌۙ(8,)

উচ্চারণঃ ইন্নাহা-‘আলাইহিম মু’সাদাহ

অর্থ: এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,


فِیْ عَمَدٍ مُّمَدَّدَةٍ۠(9,)

উচ্চারণঃ ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ।

অর্থ: লম্বা লম্বা খুঁটিতে

Quraan Shareef  | privacy policy

Post a Comment

নবীনতর পূর্বতন