105.সূরা ফীল - Surah Al-Fil মক্কায় অবতীর্ণ - Ayah 5

Quraan Shareef

105.সূরা ফীল - Surah, Al-Fil-মক্কায় অবতীর্ণ! - Ayah, 5

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

وَ التِّیْنِ وَ الزَّیْتُوْنِۙ(,1)

উচ্চারণঃ ওয়াততীন ওয়াঝঝাইতূন।

অর্থ: শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,


وَ طُوْرِ سِیْنِیْنَۙ(,2)

উচ্চারণঃ ওয়া তূরি ছীনীন।

অর্থ: এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,


وَ هٰذَا الْبَلَدِ الْاَمِیْنِۙ(3,)

উচ্চারণঃ ওয়া হা-যাল বালাদিল আমীন।

অর্থ: এবং এই নিরাপদ নগরীর।


لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ٘(4,)

উচ্চারণঃ লাকাদ খালাকনাল ইনছা-না ফীআহছানি তাকবীম।

অর্থ: আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।


ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَۙ(5,)

উচ্চারণঃ ছু ম্মা রাদাদ না-হু আছফালা ছা-ফিলীন

অর্থ: অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি! নীচ থেকে নীচে।


اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍؕ(6,)

উচ্চারণঃ ইল্লাল্লাযীনা আ-মানূওয়া‘আমিলুসসা-লিহা-তি ফালাহুম আজরুন গাইরু মামনূন।

অর্থ: কিন্তু যারা বিশ্বাস স্থাপন কড়েছে এবং সৎকর্ম করেছে! তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।"


فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِؕ(7,)

উচ্চারণঃ ফামা-ইউকাযযি বুকা বা‘দুবিদ্দীন।

অর্থ: অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?


اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ۠(8,)

উচ্চারণঃ আলাইছাল্লা-হু বিআহকামিল হা-কিমীন।

অর্থ: আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

Post a Comment

নবীনতর পূর্বতন