80.সূরা আবাসা - Surah Abasa মক্কায় অবতীর্ণ - Ayah 42

Quraan Shareef

80. সূরা আবাসা - Surah Abasa! মক্কায় অবতীর্ণ - Ayah 42

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু

عَبَسَ وَ تَوَلّٰۤىۙ(1,)

উচ্চারণঃ‘আবাছা ওয়া তাওয়াল্লা-।

অর্থ: তিনি ভ্রূকুঞ্চিত করলেন ও মুখ ফিরিয়ে নিলেন।"


اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ(2,)

উচ্চারণঃ আন জাআহুল আ‘মা-।

অর্থ: কারণ,! তাঁর কাছে এক অন্ধ আগমন করল।


وَ مَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّكّٰۤىۙ(3,) 

উচ্চারণঃ ওয়ামা-ইউদরীকা লা‘আল্লাহু ইয়াঝঝাক্কা-।

অর্থ: আপনি কি জানেন,! সে হয়তো পরিশুদ্ধ হত,


اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ(4,)

উচ্চারণঃ আও ইয়াযযাক্কারু ফাতানফাআহুযযিকরা-।

অর্থ: অথবা উপদেশ গ্রহণ করতো ও উপদেশ তার উপকার হত।


اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ(5,)

উচ্চারণঃ আম্মা-মানিছ তাগনা-।

অর্থ: পরন্তু যে বেপরোয়া,


فَاَنْتَ لَهٗ تَصَدّٰىؕ(6,)

উচ্চারণঃ ফাআনতা লাহূতাসাদ্দা-।

অর্থ: আপনি তার চিন্তায় মশগুল


وَ مَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰىؕ(7,) 

উচ্চারণঃ ওয়ামা-‘আলাইকা আল্লা-ইয়াঝঝাক্কা-।

অর্থ: সে শুদ্ধ না হলে আপনার ! কোন দোষ নেই।


وَ اَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰىۙ(8,)

উচ্চারণঃ ওয়া আম্মা-মান জাআকা ইয়াছ‘আ-।

অর্থ: যে আপনার কাছে দৌড়ে আসলো!

وَ هُوَ یَخْشٰىۙ(9,)

উচ্চারণঃ ওয়া হুওয়া ইয়াখশা-।

অর্থ: এমতাবস্থায় যে, সে ভয় করে,!

فَاَنْتَ عَنْهُ تَلَهّٰىۚ(10,) 

উচ্চারণঃ ফাআনতা ‘আনহু তালাহহা-।

অর্থ: আপনি তাকে' অবজ্ঞা করলেন!।


كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌۚ(11,) 

উচ্চারণঃ কাল্লাইন্নাহা-তাযকিরাহ।

অর্থ: কখনও এরূপ করবেন না,! এটা উপদেশবানী।


فَمَنْ شَآءَ ذَكَرَهٗۘ(12,)

উচ্চারণঃ ফামান শাআ যাকরাহ ।

অর্থ: অতএব, যে ইচ্ছা করবে,! সে একে গ্রহণ করবে।


فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ(13) 

উচ্চারণঃ ফী সুহুফিম মুকাররামাহ

অর্থ: এটা লিখিত আছে সম্মানিত,!


مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍۭۙ(14,) 

উচ্চারণঃ মারফূ‘আতিম মুতাহহারাহ।

অর্থ: উচ্চ পবিত্র পত্রসমূহে,!


بِاَیْدِیْ سَفَرَةٍۙ(15,) 

উচ্চারণঃ বিআইদী ছাফারাহ।

অর্থ: লিপিকারের হস্তে,!


كِرَامٍۭ بَرَرَةٍؕ(16,)

উচ্চারণঃ কিরা-মিম বারারাহ।

অর্থ: যারা মহৎ!, পূত চরিত্র।


قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ(17,) 

উচ্চারণঃ কুতিলাল ইনছা-নুমা-আকফারাহ।

অর্থ: মানুষ ধ্বংস হোক,! সে কত অকৃতজ্ঞ!


مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗؕ(18,)

উচ্চারণঃ মিন আইয়ি শাইয়িন খালাকাহ।

অর্থ: তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?!


مِنْ نُّطْفَةٍؕ-خَلَقَهٗ فَقَدَّرَهٗۙ(19)

উচ্চারণঃ মিন নুতফাতিন খালাকাহূফাকাদ্দারাহ।

অর্থ: শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন,! অতঃপর তাকে সুপরিমিত করেছেন।


ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗۙ(20,)

উচ্চারণঃ ছু ম্মাছ ছাবীলা ইয়াছছরাহ।

অর্থ: অতঃপর তার পথ সহজ করেছেন,!

ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ(21,)

উচ্চারণঃ ছু ম্মা আমা-তাহূফাআকবারাহ।

অর্থ: অতঃপর তার মৃত্যু ঘটান এবং কবরস্থ করেন তাকে।"


ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗؕ(22,)

উচ্চারণঃ ছু ম্মা ইযা-শাআ আনশারাহ।

অর্থ: এরপর যখন ইচ্ছা করবেন! তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗؕ(23,)

উচ্চারণঃ কাল্লা-লাম্মা-ইয়াকদিমাআমারাহ।

অর্থ: সে কখনও কৃতজ্ঞ হয়নি;, তিনি তাকে যা আদেশ করেছেন,! সে তা পূর্ণ করেনি।


فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ(24,)

উচ্চারণঃ ফালাইয়ানজুরিল ইনছা-নুইলা-তা‘আ-মিহ।

অর্থ: মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক!

اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّاۙ(25,)

উচ্চারণঃ আন্না-সাবাবনাল মাআ সাব্বা-।

২৫. আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,!

ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّاۙ(26,)

উচ্চারণঃ ছু ম্মা শাকাকনাল আরদা শাক্কা-।

অর্থ: এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,!


فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّاۙ(27,)

উচ্চারণঃ ফাআমবাতনা-ফীহা-হাব্বা-।

অর্থ: অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,!

وَّ عِنَبًا وَّ قَضْبًاۙ(28,)

উচ্চারণঃ ওয়া ‘ইনাবাওঁ ওয়া কাদবা-।

অর্থ: আঙ্গুর, শাক-সব্জি,!


وَّ زَیْتُوْنًا وَّ نَخْلًاۙ(29,)

উচ্চারণঃ ওয়া ঝাইতূনাওঁ ওয়া নাখলা-।

অর্থ: যয়তুন, খর্জূর,!

وَّ حَدَآىٕقَ غُلْبًاۙ(30,)

উচ্চারণঃ ওয়া হাদাইকা গুলবা-।

অর্থ: ঘন উদ্যান,!

وَّ فَاكِهَةً وَّ اَبًّاۙ(31,)

উচ্চারণঃ ওয়া ফা-কিহাতাওঁ ওয়া আব্বা-।

অর্থ: ফল এবং ঘাস!

مَّتَاعًا لَّكُمْ وَ لِاَنْعَامِكُمْؕ(32,)

উচ্চারণঃ মাতা-‘আল্লাকুম ওয়ালি আন‘আ-মিকুম।

অর্থ: তোমাদেরও তোমাদের" চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।'


فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ٘(33,)

উচ্চারণঃ ফাইযা-জাআতিসসা-খখাহ।

অর্থ: অতঃপর যেদিন কর্ণবিদারক' নাদ আসবে!


یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِۙ(34,)

উচ্চারণঃ ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখীহ।

অর্থ: সেদিন পলায়ন কড়বে 'মানুষ তার ভ্রাতার কাছ থেকে


وَ اُمِّهٖ وَ اَبِیْهِۙ(35,)

উচ্চারণঃ ওয়া উম্মিহী ওয়া আবীহ।

অর্থ: তার মাতা, তার পিতা,!


وَ صَاحِبَتِهٖ وَ بَنِیْهِؕ(36,)

উচ্চারণঃ ওয়া সা-হিবাতিহী ওয়া বানীহ।

অর্থ: তার পত্নী এবং তার সন্তানদের কাছ থেকে।

لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِؕ(37,)
উচ্চারণঃ লিকুল্লিম রিইম মিনহুম ইয়াওমাইযিন শা’নুইঁ ইউগনীহ।

অর্থ: সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে!, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।


وُجُوْهٌ یَّوْمَىٕذٍ مُّسْفِرَةٌۙ(38,)

উচ্চারণঃ উজূহুইঁ ইয়াওমাইযিমমুছফিরাহ।

অর্থ: অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,!

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌۚ(39,)

উচ্চারণঃ দা-হিকাতুমমুছতাবশিরাহ।

অর্থ: সহাস্য ও প্রফুল্ল।


وَ وُجُوْهٌ یَّوْمَىٕذٍ عَلَیْهَا غَبَرَةٌۙ(40,)

উচ্চারণঃ ওয়া উজূহুইঁ ইয়াওমাইযিন ‘আলাইহা-গাবারাহ।

অর্থ: এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।!

تَرْهَقُهَا قَتَرَةٌؕ(41,)

উচ্চারণঃ তারহাকুহা-কাতারাহ।

অর্থ: তাদেরকে কালিমা' আচ্ছন্ন করে রাখবে।


اُولٰٓىٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ۠(42,)

উচ্চারণঃ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ।

অর্থ: তারাই কাফের' পাপিষ্ঠের দল।"

Post a Comment

নবীনতর পূর্বতন