85. সূরা আল বুরূজ - Surah Al-Buruj মক্কায় অবতীর্ণ - Ayah 22

Quraan Shareef

85. সূরা আল বুরূজ - Surah Al-Buruj! মক্কায় অবতীর্ণ - আয়াহ! 22

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু

وَ السَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِۙ(1,)

উচ্চারণঃ ওয়াছ ছামাই যা-তিল বুরূজ।

অর্থ: শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের!


وَ الْیَوْمِ الْمَوْعُوْدِۙ(2,)

উচ্চারণঃ ওয়াল ইয়াওমিল মাও‘ঊদ।

অর্থ: এবং প্রতিশ্রুত দিবসের!


وَ شَاهِدٍ وَّ مَشْهُوْدٍؕ(3,)

উচ্চারণঃ ওয়া শা-হিদিওঁ ওয়া মাশহূদ।

অর্থ: এবং সেই দিবসের! যে উপস্থিত হয় এবং যাতে উপস্থিত হয়!


قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ(4,)

উচ্চারণঃ কুতিলা আসহা-বুল উখদূদ।

অর্থ: অভিশপ্ত হয়েছে! গর্ত ওয়ালারা অর্থাৎ।


النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ(5,)

উচ্চারণঃ আন্না-রি যা-তিল ওয়াকূদ।

অর্থ: অনেক ইন্ধনের' অগ্নিসংযোগকারীরা!


اِذْ هُمْ عَلَیْهَا قُعُوْدٌۙ(6,)

উচ্চারণঃ ইযহুম ‘আলাইহা-কু‘ঊদ।

অর্থ: যখন তারা তার কিনারায়' বসেছিল।"


وَّ هُمْ عَلٰى مَا یَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِیْنَ شُهُوْدٌؕ(7,)

উচ্চারণঃ ওয়া হুম ‘আলা-মা-ইয়াফ‘আলূনা বিলমু’মিনীনা শুহূদ।

অর্থ: এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল! তা নিরীক্ষণ করছিল।


وَ مَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ . یُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِیْزِ الْحَمِیْدِۙ,(8,)

উচ্চারণঃ ওয়া মা-নাকামূমিনহুম ইল্লাআইঁ ইউ’মিনূবিল্লা-হিল ‘আঝীঝিল হামীদ।

অর্থ: তারা তাদেরকে শাস্তি দিয়েছিলো শুধু এ কারণে যে,! তারা প্রশংসিত!,পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল!।


الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِؕ-وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَیْءٍشَهِیْدٌؕ(9,)

উচ্চারণঃ আল্লাযী লাহূমুলকুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়াল্লা-হু ‘আলা-কুল্লি শাইয়িন শাহীদ।

অর্থ: যিনি নভোমন্ডল এবং ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।"


اِنَّ الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ یَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَ لَهُمْ عَذَابُ الْحَرِیْقِؕ(10,)

উচ্চারণঃ ইন্নাল্লাযীনা ফাতানুলমু’মিনীন! ওয়াল মু’মিনা-তি ছু ম্মা লাম ইয়াতূবূফালাহুম!,‘আযা-বু জাহান্নামা ওয়া লাহুম! ‘আযা-বুল হারীক।

অর্থ: যারা মুমিন পুরুষ ও নারীকে! নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি!, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি,! আর আছে দহন যন্ত্রণা,!


اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ﲜ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُؕ(11,)

উচ্চারণঃ ইন্নাল্লাযীনা' আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি লাহুম' জান্না-তুন তাজরী মিন' তাহতিহাল আনহা-রু যা-লিকাল ফাওঝুল কাবীর!।

অর্থ: যারা ঈমান আনে এবং, সৎকর্ম কড়ে তাদের জন্যে আছে জান্নাত,! যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ!। এটাই মহাসাফল্য।"


اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِیْدٌؕ(12,)

উচ্চারণঃ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।

অর্থ: নিশ্চয় তোমার' পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।"


اِنَّهٗ هُوَ یُبْدِئُ وَ یُعِیْدُۚ(13,)

উচ্চারণঃ ইন্নাহূহুওয়া ইউবদিউ ওয়া ইউ‘ঈদ।

অর্থ: তিনিই প্রথমবার' অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।!


وَ هُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ(14,)

উচ্চারণঃ ওয়া হুওয়াল গাফূরুল ওয়াদূদু।

অর্থ: তিনি ক্ষমাশীল,' প্রেমময়!


ذُو الْعَرْشِ الْمَجِیْدُۙ(15,)

উচ্চারণঃ যুল ‘আরশিল মাজীদ।

অর্থ: মহান আরশের' অধিকারী।!


فَعَّالٌ لِّمَا یُرِیْدُؕ(16,)

উচ্চারণঃ ফা‘‘আ-লুলিলমা-ইউরীদ।

অর্থ: তিনি যা চান,! তাই করেন।


هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْجُنُوْدِۙ(17,)

উচ্চারণঃ হাল আতা-কা হাদীছুল জুনূদ।

অর্থ: আপনার কাছে সৈন্যবাহিনির ইতিবৃত্ত পৌছেছে কি?"


فِرْعَوْنَ وَ ثَمُوْدَؕ(18,)

উচ্চারণঃ ফির‘আওনা ওয়া ছামূদ।

অর্থ: ফেরাউনের' এবং সামুদের?"


بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ تَكْذِیْبٍۙ(19,)

উচ্চারণঃ বালিল্লাযীনা কাফারূফী তাকযীব।

অর্থ: বরং যারা কাফের,! তারা মিথ্যারোপে রত আছে।


وَّ اللّٰهُ مِنْ وَّرَآىٕهِمْ مُّحِیْطٌۚ(20,)

উচ্চারণঃ ওয়াল্লা-হু মিওঁ ওয়ারাইহিম মুহীত।

অর্থ: আল্লাহ তাদেরকে চতুর্দিক ু থেকে পরিবেষ্টন করে রেখেছেন।"


بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِیْدٌۙ(21,)

উচ্চারণঃ বাল হুওয়া কুরআ-নুমমাজীদুন।

অর্থ: বরং এটা মহান' কোরআন,!


فِیْ لَوْحٍ مَّحْفُوْظٍ۠(23)
উচ্চারণঃ ফী লাওহিম মাহফূজ।

অর্থ: লওহে মাহফুযে' লিপিবদ্ধ।!

Post a Comment

নবীনতর পূর্বতন