87. সূরা আল আ’লা - Surah Al-A'la মক্কায় অবতীর্ণ - Ayah 19

Quraan Shareef

87. সূরা আল আ’লা - Surah Al-A'la! মক্কায় অবতীর্ণ - Ayah, 19

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ(1,)

উচ্চারণঃ ছাব্বিহিছমা রাব্বিকাল আ‘লা।

অর্থ: আপনি আপনার মহান পালনকর্তার! নামের পবিত্রতা বর্ণনা করুন

الَّذِیْ خَلَقَ فَسَوّٰىﭪ(2,)

উচ্চারণঃ আল্লাযী খালাকা ফাছওওয়া।

অর্থ: যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

وَ الَّذِیْ قَدَّرَ فَهَدٰىﭪ(3,)

উচ্চারণঃ ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা।

অর্থ: এবং যিনি সুপরিমিত কড়েছেন ও পথ প্রদর্শন করেছেন

وَ الَّذِیْۤ اَخْرَ جَ الْمَرْعٰىﭪ(4,)

উচ্চারণঃ ওয়াল্লাযীআখরাজাল মার‘আ।

অর্থ: এবং যিনি তৃণাদি' উৎপন্ন করেছেন,"

فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰىؕ(5,)

উচ্চারণঃ ফাজা‘আলাহূগুছাআন আহওয়া।

অর্থ: অতঃপর করেছেন" তাকে কাল আবর্জনা।

سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤىۙ(6,)

উচ্চারণঃ ছানুকরিউকা ফালা-তানছা।

অর্থ: আমি আপনাকে পাঠ করাতে থাকব,! ফলে আপনি বিস্মৃত হবেন না

اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ-اِنَّهٗ یَعْلَمُ. الْجَهْرَ وَ مَا یَخْفٰىؕ.(7,)

উচ্চারণঃ ইল্লা-মা-শাআল্লা-হু ইন্নাহূইয়া‘লামুল জাহরা ওয়ামা-ইয়াখফা।

অর্থ: আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতিত। নিশ্চয় তিনি জানেন, প্রকাশ্য ও গোপন বিষয়।

وَ نُیَسِّرُكَ لِلْیُسْرٰىۚۖ(8,)

উচ্চারণঃ ওয়া নুইয়াছছিরুকা লিল ইউছরা।

অর্থ: আমি আপনার'! জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىؕ(9,)

উচ্চারণঃ ফাযাক্কির ইন নাফা‘আতিযযিকরা।

অর্থ: উপদেশ ফলপ্রসূ হলে' উপদেশ দান করুন,

سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰىۙ(10,)

উচ্চারণঃ ছাইয়াযযাক্কারু মাইঁ ইয়াখশা।

অর্থ: যে ভয় করে,! সে উপদেশ গ্রহণ করবে,

وَ یَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ(11,)

উচ্চারণঃ ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা।

অর্থ: আর যে, হতভাগা,! সে তা উপেক্ষা করবে,

الَّذِیْ یَصْلَى النَّارَ الْكُبْرٰىۚ(12,)

উচ্চারণঃ আল্লাযী ইয়াসলান্না-রাল কুবরা।

অর্থ: সে মহা-অগ্নিতে প্রবেশ' করবে।

ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَ لَا یَحْیٰىؕ(13,)

উচ্চারণঃ ছু ম্মা লা-ইয়ামূতুফীহা-ওয়ালা-ইয়াহইয়া।

অর্থ: অতঃপর সেখানে সে মরবেও না,! জীবিতও থাকবে না।

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ(14,)

উচ্চারণঃ কাদ আফলাহা মান তাঝাকা।

অর্থ: নিশ্চয় সাফল্য লাভ করবে সে!, যে শুদ্ধ হয়

وَ ذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰىؕ(15,)

উচ্চারণঃ ওয়া যাকারাছমা রাব্বিহী ফাসাল্লা।

অর্থ: এবং তার পালনকর্তার নাম! স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا٘ۖ(16,)

উচ্চারণঃ বাল তু’ছিরূনাল হায়া-তাদ্দুনইয়া।

অর্থ: বস্তুতঃ তোমরা পার্থিব! জীবনকে অগ্রাধিকার দাও,

وَ الْاٰخِرَةُ خَیْرٌ وَّ اَبْقٰىؕ(17,)

উচ্চারণঃ ওয়াল আ-খিরাতুখাইরুওঁ ওয়া আবকা।

অর্থ: অথচ পরকালের! জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰىۙ(18,)

উচ্চারণঃ ইন্না হা-যা-লাফিসসুহুফিল উলা।

অর্থ: এটা লিখিত রয়েছে পূর্ববতী! কিতাবসমূহে;

صُحُفِ اِبْرٰهِیْمَ وَ مُوْسٰى۠(19,)

উচ্চারণঃ সুহুফি ইবরা-হীমা ওয়া মূছা।

অর্থ: ইব্রাহীম এবং মূসার কিতাবসমূহে।

Post a Comment

নবীনতর পূর্বতন